English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১২:৪১

ফ্রান্সে‘র চলচ্চিত্র উৎসবে তৌকীর ও বিপাশা

অনলাইন ডেস্ক
ফ্রান্সে‘র চলচ্চিত্র উৎসবে তৌকীর ও বিপাশা

ফ্রান্সে বসেছে ‘কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসর’। বুধবার থেকে শুরু হওয়া এ উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন তৌকির আহমেদ ও বিপাশা হায়াৎ।

এবারের আসরে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনা’ ছবিটি প্রদর্শন হওয়া কথা রয়েছে। এর আগে প্রথমবারের মতো কান উৎসবে প্রদর্শনি হয়েছিল তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ ছবিটি।

এবার তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছাড়াও অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি প্রদর্শন হওয়ার কথা রয়েছে। জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু’ফিল্মে প্রিমিয়ার