English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ১১:৩০

বিপাশা-করণের হানিমুন বেড

অনলাইন ডেস্ক
বিপাশা-করণের হানিমুন বেড

হানিমুনে মালদ্বীপে কলকাতার মেয়ে বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ৩০ এপ্রিল বিয়ের পর তারা মালদ্বীপে ছুটে যান মধুচন্দ্রিমায়। বিপাশা মালদ্বীপে তাদের 'হানিমুন বেড'র কিছু ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

 

নিজেদেরকে 'মাঙ্কি' বলে পরিচয় দিলেও এখানে একটি ছবিতে দেখা যায় ফুলেল বিপাশা-করণ যেন দুই হংসরাজ। অপর ছবিতে দেখা যায়, গুড নাইট উইশ করে বিছানা সাজানো। নতুন বিয়ের পর এর থেকে ভাল আর কি হতে পারে!

উল্লেখ্য, বিয়ের আগেও বেশ কয়েকবার মালদ্বীপ সফরে গিয়েছিলেন বিপাশা-করণ। হানিমুনের জন্যও তাঁরা বেছে নিয়েছেন সেই সমুদ্র সৈকতকেই। যেখানে নিউ ইয়ার উদযাপনের পর বিপাশার হাতে দেখা গিয়েছিল এনগেজমেন্ট রিং।

জানা যায়, মালদ্বীপে ছুটি কাটিয়ে তারপর তাঁরা আবার উড়ে যাবেন আমেরিকায়।