English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ০৩:০৪

প্রভাকে কিডন্যাপ করা হয়েছে!

নিজস্ব প্রতিবেদক
প্রভাকে কিডন্যাপ করা হয়েছে!

টেলিভিশন বিজ্ঞপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই উঠে যান জনপ্রিয়তার শীর্ষে। তার বাচন ভোঙি পোশাক আর চলার স্টাই যেকোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ করবে। তিনি সাদিয়া জাহান প্রভা পর্দায় প্রভা নামেই বেশি পরিচিত। 

শুরুতে মডেলিং করলেও ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তিনি ছিটকে যান পর্দা থেকে চলে যান সবার আড়ালে। তবে এখনও আবার চোট পর্দায় নিয়মিত হয়েছেন এই অভিনেত্রী। এখন যেন তাকে ছুতে পারছেনা অতিতের কোনো কাহিনী। পর্দার সামনে বেশ নিজেকে সাজিয়ে রেখেছেন এই সমালোচিত অভিনেত্রী।

তার বর্তমান কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নিজেকে কাজের মধ্যেই রেখেছি। আমি কবে ফ্রি হতে পারবো জানিনা। তবে বর্তমানে একটি টেলিফ্লিমে কাজ করছি এবং অনেক ব্যস্ততার মাঝেই আমার সময় পার হচ্ছে। 

অভিনেতা তারিক আনাম খানের সঙ্গে প্রথমবারের মতো নাটকে কাজ করলেন পাভেল ইসলাম। হুমায়ূন রশিদ সম্রাটের নতুন নাটক ‘লাভ লস’- এ একসঙ্গে দেখা যাবে তাদের। নাটকে বাবা-পুত্রের চরিত্রে অভিনয় করেছেন তারা। নাটকের গল্পে দেখা যায়, বাবা ও ছেলে দুজনই কিডন্যাপার। শহরের ধনী পরিবারের মেয়ে প্রভাকে একদিন কিডন্যাপ করে তারা এ টুকুই।