English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১৬:১৩

আলিশা সাইমনের 'অজান্তে ভালোবাসা'

অনলাইন ডেস্ক
আলিশা সাইমনের 'অজান্তে ভালোবাসা'

অনেকটা নিরবে মুক্তি পেল এজে রানা পরিচালিত ‘অজান্তে ভালোবাসা’। আগামীকাল শুক্রবার ৫৬টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে আলিশা অভিনীত তৃতীয় চলচ্চিত্র 'অজান্তে ভালোবাসা'।

এদিকে ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না নায়ক সাইমন। তিনি শুটিংয়ে আছেন ঢাকার বাইরে। তাই চলচ্চিত্রটি নিয়ে তেমন কোন প্রচারণাতে যেতে পারছেন না পরিচালন ও নায়িকা আলিশা। পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে আলিশাও রয়েছে চরম ব্যস্ত।

আলিশা বলেন, অজান্তে ভালোবাসা চলচ্চিত্রে আমি কাজল চরিত্রে অভিনয় করেছি। একেবারেই মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমি। চ্যালেঞ্জিং একটি চরিত্র অনেকেই ভেবেছিলেন যে চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারবোনা। কিন্তু শেষ পর্যন্ত পরিচালক এবং পুরো ইউনিটের সহযোগিতায় কাজটি শেষ করতে পেরেছি।

আশাকরি ভালোলাগবে দর্শকের। বিশেষ অনুরোধ করবো দর্শককে হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য।

'অজান্তে ভালোবাসা' চলচ্চিত্রে আলিশার বিপরীতে প্রেম চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক। এদিকে ঢাকার বাইরে থেকে শুটিং শেষ শুক্রবার থেকে আলিশা প্রধানের সঙ্গে ঢাকার বিভিন্ন সিনেমা হলে যাবেন সাইমন। দর্শকের সঙ্গে বসে চলচ্চিত্রটি উপভোগ করবেন তারা দু'জন।