English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৪:২১

প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে মুখ খুললেন মা মধু চোপড়া

অনলাইন ডেস্ক
প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে মুখ খুললেন মা মধু চোপড়া

সাম্প্রতিক সময়ে প্রায়ই মিডিয়ায় খবর হচ্ছে রণবীর সিংয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন প্রিয়াঙ্কা। কিন্তু বলিউড কাঁপিয়ে এখন তিন হলিউড সরব। ক্যারিয়ারে দারুণ ব্যস্ততা এই নায়িকা। 

বলিউড পাড়ায় যখন বিয়ের ডাকডোল প্রায় বাজছে তখন বিয়ের কথা শুনলেই নাকি মেয়ের মুখ ভার হয়ে যায়। এমনটাই জানালেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া।

তা কবে বিয়ে করছেন প্রিয়ঙ্কা? সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন নায়িকার মাকে। মধুর কথায়, ‘ওর তো সময়ই নেই। ওর যে দিন নিজে থেকে মনে হবে বিয়ে করা প্রয়োজন, যে দিন ও কাউকে সময় দিতে পারবে, সে দিনই ও বিয়ে করবে। এ বিষয়ে আমরা কেউ ওকে জোর করি না।’