English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১১:৪০

প্যারিসে মল্লিকার গোপন বিয়ে!

অনলাইন ডেস্ক
প্যারিসে মল্লিকার গোপন বিয়ে!

বলিউড পাড়ায় চলছে বিয়ের ধুম। একের পর এক বিয়ে করে চলেছেন তারকারা। সম্প্রতি বিয়ে করেছেন প্রীতি জিনতা, উর্মিলা মাতন্ডকর ও বিপাশা বসু। এবার বিয়ের খবর পাওয়া যাচ্ছে ‘মির্ডার’ খ্যাত সুপার হট গার্ল মল্লিকা শেরওয়াত। তবে এটাই তার জীবনের প্রথম বিয়ে নয়।

তবে মল্লিকা নিজের বিয়ে নিয়ে এখনও খোলাখুলি কিছু বলেননি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি প্যারিসের একটি অবকাশ কেন্দ্রে তার দীর্ঘদিনের প্রেমিক ও ফরাসি ব্যবসায়ী সাইরিলে অ্যাক্সেনফ্যান্সের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েছেন তিনি। 

এদিকে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন মল্লিকা। এই অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘গুজব ছড়ানো বন্ধ করুন। এটা সত্যি নয়। আমি যখন বিয়ে করব আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাব।’