English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৯:০৭

আমরা এখন নতুন প্রযোজক খুঁজছি

নিজস্ব প্রতিবেদক
আমরা এখন নতুন প্রযোজক খুঁজছি

চলতি বছর মার্চে শুটিং শুরু হবার কথা ছিলো ছোট পর্দার নির্মাতা মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস ছবিটির। এরআগে জানুয়ারিতেও ছবিটির শুটিং শুরুর ঘোষণা দিয়েছিলেন দিদার। কিন্তু এখন পর্যন্ত ছবিটির শুটিং শুরু করতে পারেননি তিনি। কারণ জানা যায়, প্রযোজক সঙ্কটে এখনো শুটিং শুরু হয়নি সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটির।

এ সম্পর্কে মাহমুদ দিদার ঢাকা পোস্ট’কে বলেন, ‘বিউটি সার্কাস’ ২০১৪-১৫ সালের অর্থ বছরের সরকারি অনুদানপ্রাপ্ত। সরকার থেকে ছবিটির বাজেট দেয়া হচ্ছে ৩৫ লক্ষ টাকা। কিন্তু আমাদের ছবির বাজেট আরো বেশি। অনুদানের পাশাপাশি ছবিটি নির্মাণের জন্য আমরা একজন প্রযোজক পাই। কিন্তু তিনি হঠাৎ করেই ছবিটি প্রযোজনা থেকে সরে আসেন। তাই আমরা শুটিং শুরু নিয়ে বিপাকে পড়ে যাই’।

তিনি আরো বলেন, ‘আমরা এখন নতুন প্রযোজক খুঁজছি। যদি প্রযোজক পাই তাহলে আগের নির্ধারিত বাজেট দিয়েই ছবির শুটিং শুরু করবো। আর যদি প্রযোজক পাওয়া না যায় তাহলে বাজেট কমিয়ে অনুদানের অর্থ দিয়েই শুটিং শুরু করবো অক্টোবরে’।

একটি সার্কাস দলকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘বিউটি সার্কাস’ ছবির গল্প। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন মাহমুদ দিদার নিজেই। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী জয়া আহসান। প্রথমদিকে ছবিটির  শুটিং হবে ময়মনসিংহের বিরিশিরি ও সিলেটের গোয়াইনঘাটে।