English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ০২:৪৭

অরূপের দ্বিতীয় ছবিতেও ফেরদৌস ও নিপুণ

অনলাইন ডেস্ক
অরূপের দ্বিতীয় ছবিতেও ফেরদৌস ও নিপুণ
ফেরদৌস ও নিপুণ

সমাজ সচেতনকারী নির্মাতা ডা. অপরূপ রতন চৌধুরী স্বর্গ থেকে নরক’ এর পর নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। তার অভিষেক চলচ্চিত্রটি ছিল মাদকের বিরুদ্ধে। দ্বিতীয় ছবিও মাদকবিরোধী, তরুণ সমাজকে সচেতন করার গল্পনির্ভর। ছবিটির প্রাথমিক নাম চূড়ান্ত করেছেন ‘আজকের প্রজন্ম’। ইতোমধ্যে তিনি কাহিনী লেখা শুরু করেছেন।

ডা. অরূপের প্রথম ছবিতে নায়ক-নায়িকা ছিলেন ফেরদৌস ও নিপুণ। তারাই থাকছেন দ্বিতীয় ছবিতেও। শিগগিরই এ ছবির শুটিং শুরু হবে।

পরিচালক সূত্রে জানা গেছে, মাদকে আসক্ত তরুণ-তরুণীরা কীভাবে নিজেদের ধ্বংস করে, তাদের মেধাকে নষ্ট করে তা ‘আজকের প্রজন্ম’তে তুলে ধরা হবে। একইসঙ্গে এই ছবিতে মুক্তিযুদ্ধের সময়কার কিছু ঘটনা ও বর্তমান সময়ের কিছু ঘটনার তুলনামূলক চিত্র তুলে ধরা হবে। সেসময়ের মাদক আর এখনকার মাদকের মধ্যে পার্থক্য, সমাজে তারুণ্যের অবক্ষয় ইত্যাদি বিষয়েও আলোকপাত করা হবে।