English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ০১:৪৭

সফলতার আড়ালে মা

অনলাইন ডেস্ক
সফলতার আড়ালে মা
মায়ের সঙ্গে তারকারা

প্রতি বছরের মত এবারও মে মাসের দ্বিতীয় সপ্তাহটি উদযাপিত হচ্ছে ‘মাদার্স সানডে’ বা মা দিবস। প্রতিটি মানুষের জীবনে মায়ের গুরুত্ব কতোটা জায়গা জুড়ে তা সন্তান মাত্রই জানেন! একজন সন্তানের গর্ভ থেকে ক্যারিয়ার গড়ে তোলার পেছনে সবচেয়ে বেশি অবদান মায়ের। মায়ের অনুপ্রেরণায় জীবনের সমস্ত ঝুঁকি মোকাবেলা করে সন্তান ঠিকই পৌঁছে যায় সফলতার উচ্চ শিখরে। মায়ের বদান্যতায় সাফল্যের দেখা পাওয়া বলিউডের সেইসব সফল মানুষেরা ‘মা দিবস’কে ঘিরে স্মরণ করছেন নিজেদের মা’কে। অমিতাভ বচ্চন থেকে এই প্রজন্মের আলিয়া ভাট, সবাই নিজেদের ক্যারিয়ার গড়ার পেছনের মানুষটিকে কৃতজ্ঞ জানিয়েছেন সোশাল সাইটে, তারকিছু তুলে ধরা হল এখানে: 

মা দিবস উপলক্ষ্যে মেগাস্টার অমিতাভ বচ্চন জানিয়েছেন, তার জীবনে প্রয়াত মা না থাকলে কখনোই বলিউডে জায়গা করে নেয়া এবং সফল হওয়া সম্ভব হতো না। তার জীবনে মা ছিলেন বলেই তিনি আজ মেগাস্টার। তিনি কিছু সিনেমার কথা উল্লেখ করে টুইটে আরো জানান, পিকু’র ১ বছর, খোদা গাওয়া’র ২৮ বছর, জীবনে মা না থাকলে এসব কিছুই হয়তো ঘটনো না! 

মা’কে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে টুইটারে নাকি যথেষ্ট স্পেস নেই! অন্তত বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের কাছে এমনটিই মনে হয়েছে। তিনি খুবই সিম্পলভাবে মা সনি রজদানকে ‘মা দিবস’-এর শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।  

স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত তারকা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা নিজের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে মা’কে ‘মা দিবস’-এর শুভেচ্ছা জানিয়েছেন।

মা দিবসে টুইটে মেয়ের এমন  ‍শুভেচ্ছা বার্তায় আলিয়া ভাটের মা তার মাকে শুভেচ্ছা জানিয়েছেন। আলিয়া ভাটের মা টুইট করে বলেন, আমার ৮৭ বছরের মা টুইট পড়তে পারে না, তাই তাকে আমি একান্তে শুভেচ্ছা জানাবো। কিন্তু যারা আমার টুইটটি পড়ছেন তাদেরকে এখানে মা দিবসের শুভেচ্ছা রইলো।

অভিনেত্রী জেনিলিয়া ডি’সুজার এখন দুই মা। একজন তার গর্ভধারিনী আর অন্যজন শ্বাশুড়ি! তাই দুই মায়ের একটি ছবি পোস্ট করে জেনিলিয়া জানান, মা ও আইকে মা দিবসের শুভেচ্ছা। আপনাদের জন্য ভালোবাসা, আশির্বাদ ও শ্রদ্ধা সবসময়ের জন্য। 

প্রীতি জিনতা লিখেছেন, প্রতিদিনিই আমার কাছে মা দিবস। যদিও আজকের দিনটি স্পেশাল আমার কাছে, কারণ আজকে শিমলায় মায়ের সঙ্গে সারাদিন কাটাবো!

অন্যদিকে দিয়া মির্জািএক আবেগি স্ট্যাটাসে তার জীবনে মায়ের ভূমিকা তুলে ধরেছেন। যেখানে দিয়া লিখেন, মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আছো বলেই আজ আমি! আলোর পথ চিনিয়ে দিতে তোমাকে ধন্যবাদ। পৃথিবী আমাকে বোঝার মত তোমার মত এমন শক্তিধর মানুষ আর একটিও নেই!