English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১১:১৫

কঙ্গনাকে এ কী বলেন অমিতাভ!

অনলাইন ডেস্ক
কঙ্গনাকে এ কী বলেন অমিতাভ!
কঙ্গনাকে জড়িয়ে ধরলেন অমিতাভ

হৃতিক রোশনের সঙ্গে আইনি সমস্যায় জড়িয়েছেন সাম্প্রতিক সময় গুলোতে কঙ্গনার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে।পাশাপাশি একের পর এক প্রশ্নে বিব্রত কঙ্গনা মিডিয়া নিজেকে বেশ্যা বলতেও দ্বিধা করেননি। সম্প্রতি জাতীয় পুরস্কারের মঞ্চে দেখা হয় অমিতাভ-কঙ্গনার। অমিতাভ বচ্চন নাকি কঙ্গনা রানাওয়াতের বিরাট বড় ভক্ত। এমনকী নায়িকাকে তাঁর নাম কো-স্টার হিসেবে সুপারিশ করার জন্যও নাকি অনুরোধ করেছেন বিগ বি স্বয়ং।

কথাটা শুনে চমকে গেলেন! কিন্তু এমন ঘটনাই ঘটেছে। সম্প্রতি জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউতকে অমিতাভ এমনই কিছু অনুরোধ করেছেন। সেখানে বলি শাহেনশা ‘পিকু’ ছবির জন্যে সেরার সম্মান পেয়েছেন। কঙ্গনা ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে তাঁর অভিনয়ের জন্য পেয়েছেন সেরার পুরস্কার। সেখানেই নাকি কঙ্গনার কাছে নিজে যেচে এই অনুরোধ করেছেন অমিতাভ। পরে ‘তিন’ ছবির ট্রেলর প্রকাশে একথা স্বীকারও করে নিয়েছেন তিনি।

অমিতাভের কথায়, ‘‘আমি কঙ্গনার অনেক বড় ভক্ত। যখনই ওর সঙ্গে দেখা হয়, তখনই ওকে বলি, তোমার পরের ছবিতে আমার নাম সুপারিশ কোরো।’’

বি-টাউনের একটা অংশ মনে করছেন, সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে আইনি সমস্যায় জড়িয়েছেন নায়িকা। তাই কঙ্গনার অভিনয় দক্ষতার প্রশংসা করে পরোক্ষে তাঁর পাশেই দাঁড়ালেন বিগ বি।