English Version
আপডেট : ৬ মে, ২০১৬ ১৬:৪৯

সালমানকে টপকে শহীদ

অনলাইন ডেস্ক
সালমানকে টপকে শহীদ
‘প্রেম রতন ধন পায়ো’ দিয়ে সবচেয়ে বেশি অর্থে সংগীত স্বত্ব বিক্রি করেছিলেন সালমান খান। ছবিটির সঙ্গীত স্বত্ব বিক্রি করা হয় ১৭ কোটি রুপিতে।
 
‘উড়তা পাঞ্জাব’ ছবিটি দিয়ে সে রেকর্ড ভাঙলেন শহীদ কাপুর। ভারতের বিভিন্ন গণমাধ্যমের দাবি, টি-সিরিজের কাছে ছবিটির সংগীত স্বত্ব বিক্রি করা হয়েছে ১৮ কোটি রুপিতে। ব্যবধান বেশি না হলেও সালমানকে টপকে গেছেন শহীদ, এটাই এখন সবচেয়ে বড় খবর।
 
অভিষেক চৌবের পরিচালনায় ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, কারিনা কাপুর, দিলজিত দোসনাথ। সংগীত প্রযোজনা করেছেন অমিত ত্রিবেদী। ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ জুন।
 
ছবিটির মুক্তি পাওয়া প্রথম গান এরইমধ্যে ইন্টারনেটে ঝড় তুলেছে। তিন দিন না যেতেই ‘ছিট্টা ভে’ শিরোনামের সেই গানটি ১৭ লাখের বেশি বার দেখা হয়ে গেছে।
 
তবে এক বিবৃতির মাধ্যমে টি-সিরিজের প্রেসিডেন্ট প্রিয়া গুপ্তা ‘উড়তা পাঞ্জাব’ ছবির সংগীত স্বত্ব কেনার খবরকে মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, ছবিটির সংগীত স্বত্ব তিন কোটি রুপির বেশিতে বিক্রি হবে না। আর প্রথম কথাটি হলো, ছবিটির সংগীত আমাদের সাথে যায় না। এ সংবাদটি শুধু অসত্যই নয়, দায়িত্বজ্ঞানহীনও। খবর- হিন্দুস্থান টাইমস