English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১১:০৪

শ্রদ্ধার বৃহস্পতি এখন তুঙ্গে

অনলাইন ডেস্ক
শ্রদ্ধার বৃহস্পতি এখন তুঙ্গে
এক ভিলেন ছবিতে শ্রদ্ধা কাপুর

‘এক ভিলেন’, ‘এবিসিডি টু’র পর এবার ‘বাঘি তিনটি চলচ্চিত্র পর পর বক্স অফিসে হিট করায় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বৃহস্পতি এখন তুঙ্গে। শ্রদ্ধা অভিনিত চলচ্চিত্রগুলো মুক্তির প্রথম দিনে বক্স অফিসে কমপক্ষে ১০ কোটি রুপি আয় করেছে।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’ প্রথম দিনে আয় করে ১৬ কোটি ৭২ লাখ। গত বছর মুক্তি পায় শ্রদ্ধা অভিনীত ‘এবিসিডি টু’। এটি প্রথম দিনে আয় করে ১৪ কোটি তিন লাখ। গত ২৯ এপ্রিল মুক্তি পায় ‘বাঘি’। এই সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ১১ কোটি ৮৭ লাখ রুপি।

টানা তিনবারের এমন সাফল্যে দারুণ খুশি শ্রদ্ধা কাপুর। এই অভিনেত্রী নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা মুশকিল। বক্স অফিসের আয় আমার কাছে দর্শকদের অসীম ভালোবাসা ও সমর্থনের প্রতীক।’

‘বাঘি’ সিনেমায় অ্যাকশন চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে আদিত্য রয় কাপুরের প্রেমের গুঞ্জন রয়েছে। যদিও এই অভিনেত্রী দাবি করেছেন, তিনি এখন একা রয়েছেন।