English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১৪:৫৬

প্রথমবার জাতীয় পুরস্কারের মঞ্চে মিম

নিজস্ব প্রতিবেদক
প্রথমবার জাতীয় পুরস্কারের মঞ্চে মিম
Bidya Sinha Saha Mim Picture from Instragram

আগামী ১১ মে প্রদান করা হবে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’। এবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে যৌথভাবে পুরস্কার জিতেছেন চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাটা’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন মৌসুমী ও প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ ছবির জন্য পুরস্কার জিতেছেন মিম। মৌসুমী এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও মিম এবারই প্রথম পুরস্কার জিতলেন। এর আগে মিম কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ নেননি। পুরস্কার জয় করেই প্রথমবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। এ সম্পর্কে মিম ঢালিউড২৪’কে বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এর আগে অনেকবার আমন্ত্রণ পেয়েছি। আমাকে অনুষ্ঠানে পারফর্মও করতে বলা হয়েছিলো। কিন্তু সময় ও সুযোগ না মেলায় যাওয়া হয়নি। এবারই প্রথম আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যাবো। তবে পারফর্মার বা অতিথি হিসেবে নয়, প্রথমবারই যাচ্ছি পুরষ্কার নিতে।  এই নিয়ে আমি অনেক বেশি আনন্দিত  ও উত্তেজিত’। তিনি আরো বলেন, ‘এই পুরস্কার আমি আমার পরিবারের সবাকে উৎসর্গ করছি। আমার পরিবারের সবার এতো সাপোর্ট না পেলে হয়তো আমি আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিততে পারতাম না’।