English Version
আপডেট : ২ মে, ২০১৬ ১০:১৫

ওবামার আমন্ত্রণে হোয়াইট হাউজের নৈশভোজে প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
ওবামার আমন্ত্রণে হোয়াইট হাউজের নৈশভোজে প্রিয়াঙ্কা

অবশেষে গজবেই সত্যি হলো। বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে হোয়াইট হাউজে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শনিবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তারকাখচিত নৈশভোজে যোগ দেন এই জনপ্রিয় এই অভিনেত্রী।

এ সময় বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার সঙ্গে ছবিও তোলেন এই বলিউড অভিনেত্রী। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শনিবার রাতের নৈশভোজের ছবি দিয়ে লেখেন- খুব ভালো লাগল ‘চার্মিং’ বারাক ওবামা ও তার ‘সুন্দরী’ স্ত্রী মিশেল ওবামার সঙ্গে দেখা করে। এমন সন্ধ্যা উপহার দেয়ার জন্যে মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে ধন্যবাদ।'

প্রতি বছরই হোয়াইট হাউজে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। বার্ষিক এই নৈশভোজে বিখ্যাত হলিউড তারকাদের সঙ্গে এবার আমন্ত্রণ পান বলিউডের সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। নৈশভোজে উপস্থিত ছিলেন হলিউড সুপারস্টার অভিনেতা ব্রেডলি কুপার, লুচি লিও, জেনে ফন্ডা এবং গ্লেডিস নাইট।

এরআগে প্রিয়াঙ্কার হোয়াইট হাউজের নৈশভোজে যোগ নিয়ে অনেক সমালোচক গুঞ্জন ছড়াচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত গত ২৮ তারিখ রাতে টুইটারে এক ভক্তের প্রশ্নে উত্তরে তা নিশ্চিত করে প্রিয়াঙ্কা।