English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৮:৩৪

রিয়াজের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন প্রভা-প্রসুন

অনলাইন ডেস্ক
রিয়াজের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন প্রভা-প্রসুন

ঢালিউডের সুপারহিরো রিয়াজের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও লাক্স তারকা প্রসূন আজাদ। এখানেই শেষ নয়; তারা দুজনই রিয়াজকে বিয়ে করার প্রতিযোগীতাও শুরু করেছে। অবশ্য ঘটনাটি বাস্তবে না ঘটলেও ঘটছে ‘টু সিস্টারস’ নাটকে। শুধু তাই নয় নাটকে প্রথমবারের মতো প্রভা ও প্রসূন বোনের চরিত্রে অভিনয় করছেন।

নাঈমুল করিমের চিত্রনাট্য ও সকাল আহমেদের পরিচালনায় এ নাটকের মধ্য দিয়ে প্রভা-প্রসুনের সঙ্গে প্রথমবার অভিনয় করবেন রিয়াজ। টু সিস্টারস’ নাটকের গল্প সাজানো হয়েছে, প্রভা-প্রসুনের বাড়িতে ভাড়া থাকেন রিয়াজ।

তার আচরণ, কথাবার্তায় ভদ্রতায় মুগ্ধ হয়ে দুই বোন রিয়াজকে নিয়ে ঘরবাধার স্বপ্ন দেখেন এবং দুই বোনই রীতিমতো তার প্রেমে পড়েন। কিন্তু রিয়াজ এই দুই বোনের মধ্যে একজনকে পছন্দ করেন এবং তাকেই তিনি জীবনসঙ্গী হিসেবে পেতে চান, তেমন টুইস্ট নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।

উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। আগামী রোজার ঈদে ভিন্ন ধর্মী এ নাটকটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।