English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১২:০২

এক্স এক্স এক্স-দ্য রিটার্ন ছবির শুটিং শেষে গভীর রাতে...(ভিডিও)

অনলাইন ডেস্ক
এক্স এক্স এক্স-দ্য রিটার্ন ছবির শুটিং শেষে গভীর রাতে...(ভিডিও)

প্রায় দুমাস ধরে ফ্রান্সে দীপিকা পাড়ু কোনে। বর্তমানে হলিউডের ‘এক্স এক্স এক্স-দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির কাজ করছেন তিনি। এ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করে এরইমধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। কিন্তু দীপিকার প্রেমিক ও অভিনেতা রণবীর সিং দুমাসের বিরহ সহ্য করতে না পেরে সম্প্রতি তিনি উড়াল দিয়েছিলেন ফ্রান্সে। সেখানে কয়েকদিন থেকেছেন দীপিকার সঙ্গে। তবে শুটিংয়ের সময় নয়। শুটিং শেষে গভীর রাতে তার সঙ্গে দেখা করেন রণবীর।

তাদের এ রাত কাটানোর খবরটি গোপন রাখতে চেয়েছিলেন তারা। সেটা আর হয়নি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়ে এখন ‘টক অব দ্যা বলিউড’-এ পরিণত হয়েছে খবরটি।

এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন রণবীর সিং। বিষয়টি নিয়ে কথা বলছেন না দীপিকা পাড়–কোনও। যেন কোনো কিছুই হয়নি। এখন অবশ্য দুজনই নিজেদের কাজ নিয়ে মহাব্যস্ত সময় পার করছেন।

এক্স এক্স এক্স-দ্য রিটার্ন অব জেন্ডার কেজ ভিডিও অংশ বিশেষ