English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১২:২০

অতিরিক্ত মদপানের পর আত্মহত্যা করেছিলেন প্রত্যুষা!

অনলাইন ডেস্ক
অতিরিক্ত মদপানের পর আত্মহত্যা করেছিলেন প্রত্যুষা!
অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় ফাইল ফটো।

অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তদন্তে নতুন মেডিক্যাল রিপোর্ট পুলিশের হাতে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত মদ্যপান করে আত্মহত্যাই করেছিলেন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়।

চিকিৎসকরা জানাচ্ছেন, প্রত্যুষার রক্তের নমুনায় ১৩৫ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া গিয়েছে। চিকিৎসকদের মতে এই পরিমাণ অ্যালকোহল গ্রহণ করলে মানুষের সুস্থ ভাবনা-চিন্তা করার ক্ষমতা লোপ পায়।

গত ১ এপ্রিল প্রত্যুষার মৃত্যুর পর নানা মহল থেকে খুনের অভিযোগ উঠেছিল। সন্দেহের আঙ্গুল উঠেছিল তাঁর বয়ফ্রেণ্ড রাহুল রাজ সিংহের দিকে। প্রত্যুষার বাবা-মাও রাহুলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। তবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ব্যাপারে তদন্তকারীরা এখন মোটামুটি নিশ্চিত। যদিও আত্মহত্যায় প্ররোচনার দিকটা এখনও খতিয়ে দেখছে পুলিশ।