English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ০৯:৩৯

কনসার্টের মঞ্চে মারা গেলেন গায়ক

অনলাইন ডেস্ক
কনসার্টের মঞ্চে মারা গেলেন গায়ক

আফ্রিকার দেশ কঙ্গোর সুপরিচিত সংগীত তারকা পাপা ওয়েম্বা কনসার্ট চলাকালীন মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই কনসার্টটি চলছিল আইভরিকোস্টে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে পড়ে যাবার আগ মুহূর্তে তিনি একদল নৃত্যশিল্পীর সাথে পারফর্ম করছিলেন।

আফ্রিকান, কিউবান এবং পাশ্চাত্য সংগীতে মিশ্রণে জনপ্রিয় ধারা তৈরি করা ওয়েমবার সংগীতের বৈশিষ্ট্য ছিল। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ওয়েম্বার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মঞ্চে পড়ে যাবার পর তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। ওয়েম্বা প্রায় চার দশক কঙ্গোর সংগীতাঙ্গনে রাজত্ব করেছেন।

ওয়েম্বা শুধুই একজন সংগীত শিল্পী ছিলেননা । তার পাশাপাশি ‘স্টাইল আইকন’ হিসেবেও তার খ্যাতি ছিল। তাঁর পোশাক-পরিচ্ছদ আফ্রিকার অনেক তরুণদের আকৃষ্ট করতো।

খ্যাতি থাকলেও ওয়েম্বার জীবন সমালোচনার ঊর্ধ্বে ছিলনা। ২০০৪ সালে ফ্রান্সে মানুষ পাচার করার দায়ে তাকে তিনমাস জেলে থাকতে হয়েছিল। নিজের ব্যান্ড দলের সদস্য পরিচয় দিয়ে এসব মানুষদের তিনি অবৈধভাবে ইউরোপে পাঠিয়েছিলেন। এছাড়া কঙ্গোর সামরিক বাহিনীর একজন জেনারেলের মেয়ের সাথে সম্পর্কের দায়ে ওয়েম্বাকে কারাদণ্ড দেয়া হয়েছিল।

ওয়েম্বার মৃত্যুতে শোক জানিয়েছেন কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। তার প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।খবর: বিবিসি।