English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৯:২৯

বিজ্ঞাপন দিয়ে ফিরছেন মোনালিসা

নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞাপন দিয়ে ফিরছেন মোনালিসা

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। দেশে ফেরার পর ঘোষণা দিয়েছিলেন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি কাজে ফিরবেন। কিন্তু তা আর আপাতত হচ্ছে না। এখন নাটক নয়, বিজ্ঞাপনে মডেল হয়ে তিনি কাজে নিয়মিত হতে যাচ্ছেন।

যমুনা ফ্যানের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার জন্য চূড়ান্ত হয়েছেন তিনি। আগামী ২৯ এপ্রিল দিনব্যাপী বিজ্ঞাপনটির শুটিং হবে। এটি নির্মাণ করবেন সৈয়দ রাসেল।

মোনালিসা জানান, যমুনা গ্রুপের দুটি বিজ্ঞাপনে কাজ করবেন তিনি। একটি ফ্যানের এবং অন্যটি ফ্রিজের। এর মধ্যে ফ্যানের বিজ্ঞাপনের কাজটি আগে করা হবে। আর ফ্রিজেরটি পরে।

মোনালিসা মনে করেন, বিজ্ঞাপনই আমার আসল জায়গা। দর্শক আমাকে মোনালিসা হিসেবে আবিষ্কার করেছেন বিজ্ঞাপনের মডেল হওয়ার কারণেই। তাই মডেলিং আমার অনেক ভালোবাসার এবং আরাধনার।

২০১২ সালের ১৪ জুন ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্ক যান মোনালিসা। যাওয়ার মাত্র দুদিন পর ১৭ জুন হুট করেই সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী নারায়ণগঞ্জের ছেলে ফাইয়াজ শরীফের সঙ্গে আংটি বদলের কাজটি সেরে ফেলেন তিনি।

তারপর দেশে ফিরে ২০১২ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় মোনালিসার বিয়ে। তবে বিয়ের দুই বছর না পেরুতেই ২০১৪ সালেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এই অভিনেত্রী। গত ১ এপ্রিল আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি।