English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৬ ০১:৩২

এক দৃশ্যে একাধিক চুমু খেতে বাড়তি পারিশ্রমিক চাইলেন নার্গিস (ভিডিও)

অনলাইন ডেস্ক
এক দৃশ্যে একাধিক চুমু খেতে বাড়তি পারিশ্রমিক চাইলেন নার্গিস (ভিডিও)

বলিউডের সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি ‘আজহার’ ছবিতে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহার উদ্দিনের ভূমিকায়  অভিনয় করেছেন। ‘আজহার’  ছবিতে এই নায়কের বিপরীতে অভিনয় করেছেন নার্গিস ফাখরি। তবে ইমরানের সঙ্গে অভিনয় করবেন কিস খাবেন না তা তো হতেই পারেনা। ছবিতে 'বার বার চুমুর দৃশ্যগুলো রি-টেক করতে হচ্ছে। এজন্য সাইনিংয়ের পর শর্তজুড়ে দিলেন নায়িকা নার্গিস ফাখরি। তিনি পরিচালকে সাফ জানিয়েছেন ইমরান চুমু দিক তাতে তার কোনো আপত্তি নেই। তবে এই জন্য তাকে গুনতে হবে বাড়তি অর্থ। 

সম্প্রতি মুক্তি পেয়েছে 'আজহার' ছবির নতুন গান 'বোল দো না জারা'। গানটি তুলে ধরেছে মহম্মদ আজহারউদ্দিন আর সঙ্গীতা বিজলানির ঘনিষ্ঠ প্রেমপর্বকে। ইমরানের ছবির নিয়ম মেনে এই গানের দৃশ্যেও অন্তরঙ্গ চুম্বন রয়েছে। কিন্তু শুটিং করতে গিয়ে নার্গিস দেখলেন, যত সহজে কাজটা শেষ হবে বলে ভেবেছিলেন, মোটেও সেরকমটা হচ্ছে না।

নায়িকা বলেন, এক দৃশ্যে একাধিক বার চুমুর দৃশ্যগুলো রি-টেক করতে হচ্ছে। ইমরান নাকি অভিনয়টি ফুটিয়ে তুলতে পারছিল না। ফলে, রি-টেকের মাত্রাও বেড়ে যাচ্ছে। যেগুলো কনট্র্যাক্টেও ছিল না’, হাসতে হাসতে বলছেন নার্গিস। সম্প্রতি আরও একটা ভিডিও প্রকাশ করেছে টিম ‘আজহার’। এই গানটি কিভাবে শুট করা হল, তার ভিডিওটি দেখুন এখানে।