English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৬ ০০:১২

সুইট ড্রিমস' নামের একটি বই লিখছেন সানি

নিজস্ব প্রতিবেদক
সুইট ড্রিমস' নামের একটি বই লিখছেন সানি

রঙ্গিন জগত থেকে বেরিয়ে এসেছেন অনেক আগেই।  ক্রমশ ধাপে ধাপে নিজেকে বদলিয়ে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন অভিনেত্রী হিসেবে। ফের নতুন অবতারে হাজির হচ্ছেন অভিনেত্রী সানি লিওন। পর্দায় নয়, এবার বাস্তবে লেখিকা হিসেবে হাজির হচ্ছেন ‘বেবি ডল’ খ্যাত এ অভিনেত্রী।

আজ শুক্রবার জিনিউজ এক খবরে জানিয়েছে, বিখ্যাত লেখক ছাড়াও খেলোয়াড় থেকে অভিনেতাদের বায়োগ্রাফি কিংবা অটোবায়োগ্রাফি হয়তো পড়েছেন। কিন্তু কোনওদিন পর্নস্টারের লেখা কোনও বই পড়েছেন কিনা জানা নেই। যদি না পড়ে থাকেন তাহলে এবার সেই সুযোগ করে দিচ্ছেন সানি লিওন। হ্যাঁ, বই লিখছেন সানি।

'সুইট ড্রিমস' নামের একটি বই লিখছেন সানি। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে সেই বইয়ের কভার পোস্ট করেছেন। কিন্তু কী বিষয় নিয়ে লেখা এই বইটি, তা নিয়ে একেবারেই স্পিকটি নট সানি।

'সুইট ড্রিমস'-এর মাধ্যমে কাদের কী স্বপ্ন দেখাতে চলেছেন সানি তা বই প্রকাশ হওয়ার পরই বোঝা যাবে। এখন অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই।