English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ০৮:৫৪

পপ কিংবদন্তী ‘প্রিন্স রজার্স নেলসন’ আর নেই

অনলাইন ডেস্ক
পপ কিংবদন্তী ‘প্রিন্স রজার্স নেলসন’ আর নেই
প্রিন্স রজার্স নেলসন ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের পপ সুপারস্টার, এক কথায় পপ জগতের কিংবদন্তী, ‘প্রিন্স’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রিন্স রজার্স নেলসন আর নেই। সাতবারের গ্রেমি পুরষ্কার বিজয়ী মাত্র ৫৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন।

আজ যুক্তরাষ্ট্রের সময় সকাল ১০টা ৭ মিনিটে মিনেসোটা রাজ্যে তার নিজের পেইসলি পার্ক এস্টেটে একটি লিফটের মধ্যে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।