English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ২০:১৬

যা রটে, তা অনেক সময় ঘটে; জাজের আবিষ্কার তানজিল তিশা!

অনলাইন ডেস্ক
যা রটে, তা অনেক সময় ঘটে; জাজের আবিষ্কার তানজিল তিশা!
তানজিল তিশা

ডালিউডের রূপালী পর্দায় একের পর এক সুপার হট নায়িকার আবিষ্কার করছে জাজ মাল্টিমিডিয়া। তারই ধারবাহিকতায় আরো একজন নায়িকা বাংলা চলচ্চিত্রে আগমন হচ্ছে। তার নাম তানজিল তিশা। এরআগে ছোট পর্দায় বেশ পরিচিতি পয়েছেন এই মডেল-অভিনেত্রী।   জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ‘রক্ত’ শিরোনামে বিগ বাজেটের একটি ছবি প্রযোজনা করতে যাচ্ছে জাজ। মালেক আফসারি পরিচালিত ‘রক্ত’  ছবিতে চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটবে তানজিন তিশার। এটি পুরোপুরি থ্রিলার সাসপেন্স-এ নির্মিত হবে। আগামী ২৮ এপ্রিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণভাবেই এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।   এ প্রসঙ্গে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যা রটে, তা অনেক সময় ঘটে!’   সূত্রটি আরও জানায়, ‘রক্ত’ ছবিতে নতুন নায়িকা তানজিন তিশার বিপরীতে দেখা যাবে মডেল ও ছোটপর্দার অভিনেতা জিয়াউল পরান রিক্তকে। জাজের ছবিতে কাজের জন্য রিক্ত টানা আড়াই মাস যাবৎ গ্রুমিং-ও সেরেছেন বলে জানা গেছে।

জাজের হাত ধরে চলচ্চিত্রে আসেন এসময়ে দুই বাংলার জনপ্রিয় নায়িকা সুপার হিট নুসরাত ফারিয়া। এই তালিকায় আরো আছেন ডালিউড পড়ার মাহিয়া মাহি এবং জলি।