English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১১:৪৮

‘এবং অতঃপর’ নাটকে জুটিবদ্ধ রিয়াজ-মৌ

নিজস্ব প্রতিবেদক
‘এবং অতঃপর’  নাটকে জুটিবদ্ধ রিয়াজ-মৌ
রিয়াজ-মৌ

দীর্ঘদিন পর আবারও নাটকে অভিনয় করলেন জনপ্রিয় মডেল তারকা মৌ ও চিত্রনায়ক রিয়াজ।

নুজহাত আলভী আহমেদ পরিচালিত ‘এবং অতঃপর’ নাটকে তারা দু’জন জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন। নাটকের মূল গল্প রচনা করেছেন এমদাদ হক এবং চিত্রনাট্য করেছেন মনসুরুর রহমান চঞ্চল।   রিয়াজ বলেন, ‘মৌ’র সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি একজন পেশাদার নৃত্যশিল্পী, মডেল। পাশাপাশি তার অভিনয়ও দর্শককে মুগ্ধ করে। আশা করি ‘এবং অতঃপর’ নাটকটি দর্শকের ভালো লাগবে।’

পরিচালক নুজহাত আলভী আহমেদ জানান, আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হচ্ছে।