English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১০:০৬

দু’দশক পর একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা (ভিডিও)

অনলাইন ডেস্ক
দু’দশক পর একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা (ভিডিও)

কলকাতার বাংলা সিনেমার প্রেমিক-প্রেমিকার জুটি মানেই ছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাদের সহসী অভিনয় ছিলো দুই বাংলার দর্শকে প্রিয়তার শীর্ষে।  কিন্তু ‘জামাইবাবু জিন্দাবাদ’ ছবির পরে হঠাৎ করেই ভেঙে যায় এই জুটি। তবে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির ফ্যানদের জন্য খুশির খবর হচ্ছে প্রায় দু’দশক পর ফের অনস্ক্রিনে একসঙ্গে আসছেন তারা।

শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘প্রাক্তন’ দিয়ে পর্দায় ফিরেছেন এই জনপ্রিয় জুটি। এ জুটিকে আরও একবার ফিরিয়ে আনতে এ ছবির বিষয়বস্তু কলকাতার ‘হেরিটেজ ওয়াক’। আর সেই ‘হেরিটেজ ওয়াক’-এ প্রসেনজিতের ভূমিকা গাইডের। কলকাতাই এ ছবির আকর্ষণ। শুধু ছবিতে নয়, গানেও রয়েছে কলকাতা।

বহুদিন বাদে ‘প্রাক্তন’-এর হাত ধরে আবার গানে ফিরল কলকাতা। গানটি লিখেছেন অনুপম রায়। গেয়েছেন অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল। উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘প্রাক্তন’ পর্দায় আসছে ২৭ মে।ভিডিওটি দেখতে ক্লিক করুন