English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ২০:২১

বিকিনি থেকে যোগিনী!

অনলাইন ডেস্ক
বিকিনি থেকে যোগিনী!
মমতা কুলকার্নি ফাইল ফটো

বলিউডে আজ থেকে ২০ বছর আগে সেক্স সিম্বল ছিলেন তিনি। আজ জন্মদিন এমন এক অভিনেত্রীর, জীবনে এরকম ইউটার্ন খুব কম মানুষের জীবনেই আসে। আজ না হয়, হিন্দি ছবিতে দেখা যাচ্ছে সানি লিওনেদের। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত হট অ্যান্ড বোল্ড ছবি দেখা যায় পুনম পাণ্ডে বা শার্লিন চোপড়াদের। কিন্তু তখন তিনি মানে মমতা কুলকার্নি মানেই ছিল উত্তেজক কিছু।

শুধু তো হিন্দি নয়, পর্দায় তাঁর যৌন উত্তেজক শরীরী উপস্থিতির ফায়দা নেওয়ার জন্য পরিচালক, প্রযোজকরা সমানে তাঁকে নতুন নতুন ছবির প্রস্তাব দিতেন। তাই তো মমতা কুলকার্নি হিন্দি ছাড়াও কন্নড়, তামিল, তেলেগু, মালয়ালম এমনকি বাংলা ছবিতেও অভিনয় করেছেন।

অথচ, আজ সেই মমতা কুলকার্নির জীবন একেবারে বদলে গিয়েছে। দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতারও হয়েছিলেন। আর আজ সেই মমতা কুলকার্নি একেবারে যোগিনী! হ্যাঁ, সারাদিন ঈশ্বরের উপাসনা করেন। গেরুয়া বসন। যে শরীরে এক সময় উঠত বিকিনি, এখন সেই শরীর আবৃত থাকে অনেক অনেক রুদ্রাক্ষের মালায়। কপালে পেল্লাই সাইজের টিপ। আজ সেই মমতা কুলকার্নির জন্মদিন। শুভেচ্ছা জানাতে পারেন।