English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ০৯:৩৩

গ্রেফতার হতে পারেন মডেল মুন

অনলাইন ডেস্ক
গ্রেফতার হতে পারেন মডেল মুন
মডেল জাকিয়া মুন ফাইল ফটো

অবৈধ গাড়ি ব্যবহার করে আলোচনায় আসা সেই মডেল জাকিয়া মুন ও তার স্বামী ব্যবসায়ী শফিউল আজম মহসিনকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সংস্থাটির তলবের পর গতকাল হাজির না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানান, জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুল্ক গোয়েন্দা কার্যালয়ে মুন ও তার স্বামীর হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার অজুহাত দেখিয়ে তারা আসেননি। অথচ মুন গতকালও শুটিং করেছেন। এদিকে তলবের পর হাজির না হওয়ায় শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক ফেরদৌসী মাহবুবকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পুরো বিষয় তদন্ত করে এ দুজন কী কী শাস্তিযোগ্য অপরাধ করেছেন, তা ঠিক করবেন।

এ কমিটি শুল্ক আইনের সেকশন ১৬১-এর ১ ধারার অধীনে মুন ও তার স্বামীকে যে কোনো সময় গ্রেফতার করতে পারবেন বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ তদন্ত কমিটি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে তাদের ওপর নজরদারি রাখবে। দুজন যাতে কোথাও পালাতে এবং দেশের বাইরে যেতে না পারেন, সেজন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ৬ এপ্রিল রাজধানীর গুলশান থেকে মডেল জাকিয়া মুন ও তার স্বামী মহসিনের ব্যবহূত পোরশা মডেলের একটি গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

গাড়ির মালিকানার বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরকে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ১১ এপ্রিলের এক চিঠিতে ১৮ এপ্রিল কাকরাইলের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে গ্রেফতার আশঙ্কায় ওই দম্পতি হাইকোর্টে রিট করেন। এই সময়ে শুল্ক গোয়েন্দার তলবি চিঠি গ্রহণ না করে ফেরত পাঠানো হয়। বলা হয়, প্রাপকের ঠিকানা পরিবর্তন হয়েছে। পরে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে সরাসরি বাহক মারফত চিঠি পাঠিয়ে গতকাল হাজির হতে বলা হলেও এদিন তারা আসেননি। এ অবস্থায় গতকাল তৃতীয় দফায় তলবি পত্র পাঠানো হয়েছে মুন ও তার স্বামীর কাছে। এতে ২৪ এপ্রিল বিকাল ৩টায় কাকরাইলের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গ্রেফতার এড়াতে ১৩ এপ্রিল মডেল জাকিয়া মুন ও তার স্বামীর রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান জানান, রিটে মডেল মুন ও তার স্বামীকে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হয়রানি ও গ্রেফতার না করেন সে ব্যাপারে নির্দেশনা চাওয়া হয়েছিল। সূত্র-বাংলাদেশ প্রতিদিন