English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ২০:০৭

প্রসূনের টি স্টলে নয়ন

এমএজামান
প্রসূনের টি স্টলে নয়ন

 

চঞ্চল স্বভাবের মেয়ে বাসন্তি। মহল্লায় চায়ের দোকান দিয়ে সংসার চালায়। প্রতিদিনেই তার দোকানে আসে হরেক রকম মানুষ। বাসন্তির হাতের চা পান করে নিজেদের তৃপ্তি মেটান তারা। তবে একজন মানুষ প্রতিদিন আসেন কিন্তু চা খান না। বিষয়টি বাসন্তির নজরে এসেছে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। নিম্নবৃত্ত পরিবারের এমন বাস্তব চিত্র ফুটে উঠেছে ‘বাসন্তি টি স্টল’ নাটকটিতে।  এতে প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন নয়ন বাবু আর বাসন্তির চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুপার স্টার তারকা প্রসূন।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭.৪০ মিনিটে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

শহিদুল হক স্বপনের গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন। পরিচালনা করেছেন সোয়েব সাদিক সজীব। নাটকটিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মুনিরা মিঠু ,ফজলুর রহমান বাবু, প্রাণ রায় ও নয়ন বাবু  প্রমুখ।

নাটক প্রসঙ্গে প্রাণ রায় বলেন, বাসন্তি টি স্টল নাটকের গল্প বস্তিকে কেন্দ্র করে । বাস্তবতা ও প্রেম সব মিলিয়ে  নাটকটি দর্শকদের ভালো লাগবে। 

একই প্রসঙ্গে নয়ন বাবু বলেন, ‘আমি গুণ-মান বিচার করেই অভিনয় করতে চাই। আমার পেশাদার অভিনয় শিল্পী হওয়ার কোন  চাপ নেই। মাস জুড়ে কাজ করতে হবে এমনটাও মনে করি না। আমি সব সময় অপেক্ষায় থাকি ভালো কাজের জন্য। ‘বাসন্তি টি-স্টল ’ নাটকে চমৎকার একটি গল্প রয়েছে। আশা করি সবার খুবই ভালো লাগবে।’

নয়ন বাবু আরও বলেন, ‘নাটকটিতে নিম্নবিত্ত পরিবারের গল্প দেখানো হয়েছে। বাসন্তি ও তার প্রেমিকের  মধ্যে অনেকেই নিজেদের গল্প খুঁজে পাবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাটকটি দেখার জন্য।’  

নাটকটি নির্দেশক সোয়েব সাদিক সজিব বলেন. আমি ভালো গল্প না হলে নাটক নির্মাণ করি না। এটিও একটি ভালো মানের গল্পের নাটক। নতুন ও পুরাতন অভিনেতাদের নিয়ে আমি নাটকটি নির্মান করেছি। 

উল্লেখ্য নাটকটির প্রযোজনা করেছেন ইউনাইটেড মিডিয়া লিমিটেড।