English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৯:০৬

শিক্ষিকাই পর্নস্টার

অনলাইন ডেস্ক
শিক্ষিকাই পর্নস্টার

রোমানিয়ার স্কুলের শিক্ষিকা জর্জিয়ানার একটি টেপ এক ছাত্রের হাতে পড়ে যায়। তার পর সেই ভিডিও ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। প্রথমে বিষয়টি পড়ুয়াদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গোপন কথাটি শেষ পর্যন্ত গোপনে থাকেনি।

জানাজানি হয়ে যায়, জর্জিয়ানা সমান্তরালভাবে দু’টি পেশা চালাচ্ছিলেন। একটি শিক্ষকতার, অন্যটি পর্নস্টারের। জানা যায়, সকলের চোখ এড়িয়ে একাধিক নীলছবি করেছেন জর্জিয়ানা। কিন্তু কীভাবে জর্জিয়ানা স্কুলে পড়়ানো চালিয়ে গেলেন, কেন কেউ তাঁর সম্পর্কে বিশেষ খোঁজখবর করেননি, সে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রিন্সিপাল মারিয়া ক্যাটরিনা বলেছেন, আমরা বিশ্বাসই করতে পারছি না। ও প্রথমে বলেছিল, সব নকল ভিডিও। কিন্তু পরে আর অস্বীকার করতে পারেনি।সুত্র-এবেলা