English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৮:১৮

ভাট-সিদ্ধার্থের লড়াই

অনলাইন ডেস্ক
ভাট-সিদ্ধার্থের লড়াই

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও সিদ্ধার্থ প্রেম করছেন এটি সবারই জানা। কিন্তু শোনা যাচ্ছে, তাদের মধ্যে নাকি বড় ধরনের লড়াই হয়েছে। অবশ্য এরপর থেকে কেউ কারো সঙ্গে কথা বলছেন না। আরতি শেঠির পার্টি থেকে সিদ্ধার্থ একা বের হয়ে যাওয়ার পরপরই এই গুঞ্জন শুরু হয়।

এর আগে আলিয়ার সাবেক প্রেমিক আলি দাদারকারকে নিয়ে একটি পার্টিতে তাদের মধ্যে ঝগড়া হয়েছে শুনা গেছে। সিদ্ধার্থ তার প্রেমিকার সঙ্গে আলির অতিরিক্ত বন্ধুভাবাপন্ন আচরণ মেনে নিতে পারেননি। আর এটি নিয়ে আলিয়া ও সিদ্ধার্থের মধ্যে ঝগড়া হয়েছে।

আলিয়া তাকে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপরই তারা দুইজন একসঙ্গে পার্টি ত্যাগ করে চলে যান।

এরআগে করণ জোহরের বাড়িতে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ও সিদ্ধার্থকে। তাদের মধ্যে নাকি সমঝোতা করার চেষ্টা করেছিলেন করণ। কিন্তু পরে তারা ভিন্ন ভিন্ন গাড়িতে চলে যান।

অনেকদিন ধরেই সিদ্ধার্থের বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে চাচ্ছিলেন না আলিয়া। কিন্তু ‘কাপুর অ্যান্ড সনস’ ছবির প্রচারণাকালে সিদ্ধার্থ সম্পর্কে প্রতিটি প্রশ্নের উত্তর দেন তিনি। এছাড়া একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে দেয়া সাক্ষাত্কারে সিদ্ধার্থকে ভালবাসার কথা স্বীকার করেন আলিয়া।