English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৬:২৩

শুভ জন্মদিন লাক্স-চ্যানেল আই’ সুপারস্টারের : মেহ্জাবিন

নিজস্ব প্রতিবেদক
শুভ জন্মদিন লাক্স-চ্যানেল আই’ সুপারস্টারের : মেহ্জাবিন

ধারাবাহিক নাটকে এখন বলা যায় অভিনয় করছেনই না মেহ্জাবিন চৌধুরী। বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করা এবং গল্প পছন্দ হলে খণ্ড নাটকে কাজ করা আর স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় কাটছে এ ‘লাক্স-চ্যানেল আই’ সুপারস্টারের। বছরের অন্যান্য দিনে বিভিন্ন উৎসবে নানান পরিকল্পনা থাকলেও নিজের জন্মদিনে তেমন কোনো পরিকল্পনা থাকে না মেহ্জাবিনের। এ দিনটি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিজের মতো করেই কাটানোর চেষ্টা করেন। আজ মেহ্জাবিনের জন্মদিন। তবে কোনো চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না তিনি। যাচ্ছেন না নিজের বাসা ছেড়ে কোথাও। তবে  কী সারা দিন ঘরে বসেই সময় পার করবেন নিজের জন্মদিনে? এমন প্রশ্নের জবাবে মেহ্জাবিন চৌধুরী বলেন, বছরের এই একটা দিনে আমি আমার একেবারেই নিজের মতো করে কাটাতে পছন্দ করি।

যেহেতু আব্বু দেশে নেই, তাই বিশেষ কোনো পরিকল্পনা রাখিনি। আম্মু আর আমার ভাই-বোনদের নিয়েই সময় কেটে যাবে। সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। মেহ্জাবিনের নিজের কোনো পরিকল্পনা না থাকলেও তার বন্ধু-বান্ধবদের যে কোনো পরিকল্পনা নেই তেমনটি নয়। তারা বিশেষ চমক দিতেও পারেন আজকের দিনটিতে।

এমনটাই জানালেন মেহ্জাবিন। পাশাপাশি তার দুই ভাই ও দুই বোনের পরিকল্পনা থাকতে পারে তারকা বোনের জন্মদিনে। এদিকে এরইমধ্যে মেহ্জাবিন দুটি একক নাটকে অভিনয় করেছেন সজল আহমেদ ও নাহিদ বাবুর নির্দেশনায়। দুটি নাটকই আসছে ঈদে দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে। দুটি নাটকে তার বিপরীতে আছেন আফরান নিশো ও নীরব। কিবরিয়া ফারুকীর নির্দেশনায় মেহ্জাবিন সর্বশেষ বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন।