English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১০:৪৪

প্রেমে মজেছেন মিষ্টি জান্নাত

অনলাইন ডেস্ক
প্রেমে মজেছেন মিষ্টি জান্নাত

হরিদেবপুরের সমাজ সেবক সূর্ষের প্রেমে পড়েছেন নায়িকা মিষ্টি জান্নাত। তবে সূর্যের চরিত্র সম্পর্কে সবারই জানা। এলাকার সুন্দরী মেয়ে দেখলেই প্রেমে পড়ে যান তিনি। সেটা স্কুলের ম্যাডাম থেকে শুরু করে পড়ার স্কুল পড়ুয়া স্টুডেন্ট পর্যন্ত হতে পারে। এমন ঘটনা অবলম্বনে ‘তুই আমার রানী’  চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের সজল আহমেদ এবং ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে থাকছেন কলকাতার সূর্য।

মিষ্টি জান্নাতের এই নতুন মিশন শুরু হবে আগামী ২২ এপ্রিল থেকে। ভারতের রামুজি ফিল্ম সিটিতে চলচ্চিত্রটির শুটিং চলবে আগামী ৯ মে পর্যন্ত। এরপর বাংলাদেশে ছবিটির শুটিং হবে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত। নতুন কাজ প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন মিষ্টি জান্নাত।

এই চলচ্চিত্রে দেখা যাবে ঘরের ভাত খেয়ে বনের মোষ তাড়ানো হরিদেবপুরের সমাজ হিতেষী নেতা রাজা। সমাজসেবার পাশাপাশি হঠাৎ হঠাৎ যে কারো প্রেমে পড়ার অভ্যাস তার। সেটা স্কুলের ম্যাডামও হতে পারে, আবার স্টুডেন্টও হতে পারে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শিবরামের সঙ্গে তার সব সময়ই আদা-কাঁচকলা সম্পর্ক। বিরোধটা মূলত একাল বনাম সেকাল। অথচ সেই শিবরামেরই মেয়ে শ্রেয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রাজা।

মিষ্টি-সূর্য ছাড়াও ‘তুই আমার রানী’ ছবিতে থাকছেন ভারতের রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলন, কাঞ্চন। অন্যদিকে বাংলাদেশের আবু হেনা রনি, সজল, রেবেকা রউফসহ বেশ কয়েকজনের অভিনয় করার কথা রয়েছে। ছবির কাহিনী লিখেছেন ভারতের পীযূষ সাহা। বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও ভারতের প্রিন্স এন্টারটেইনমেন্ট পি-৪ যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে।

ছবিটিতে প্রীতমের সঙ্গীতায়োজনে গানগুলোতে কণ্ঠ দিবেন শান, অরিজিৎ সিং, আসিফ আকবর, পুলক, জুবিন গার্গ প্রমুখ। উল্লেখ্য, মিষ্টি জান্নাত সম্প্রতি কাজ শেষ হওয়া ‘আমার প্রেম তুমি’ ছবির পাশাপাশি ‘নকশী কাঁথার খোঁজে’ নামের আরেকটি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।