English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ০১:০৮

রোমানিয়ায় তামিল গান ‘‘সেলফি পুল্লা’’ তুমুল হিট, যে কারণে...

অনলাইন ডেস্ক
রোমানিয়ায় তামিল গান ‘‘সেলফি পুল্লা’’ তুমুল হিট, যে কারণে...

বাংলায় একটি প্রাচীন প্রবাদ আছে ‘এক দেশের গালি আরেক দেশের বুলি’  এতো দিন কথাটা অযুক্তিক মনে হলেও এবার  তার যুক্তিকতা খুঁজে পাওয়া গেল রোমানিয়ায়। একটি তামিল ছবির গান ‘‘সেলফি পুল্লা’’ । ইউটিউবে ইতিমধ্যেই ৮০ লক্ষ ভিউয়ারশিপ ছাড়িয়েছে এই গান। ‘‘সেলফি পুল্লা’’ শব্দের অর্থ করলে বাংলায় দাঁড়ায় ‘‘এসো, (কোনও মেয়েকে) আমরা একটা সেলফি তুলি।’’

এই পর্যন্ত ঠিকই আছে। কিন্তু যত গণ্ডগল ওই ‘‘পুল্লা’’ শব্দটাই। রোমানিয়ায় ‘‘পুল্লা’’ শব্দের অর্থ পুরুষাঙ্গ। ইউরোপের এই অংশে ‘‘পুল্লা’’ শব্দের সঙ্গে যৌনতার একটি সম্পর্ক রয়েছে। এই যুগে তামিল গান ইউরোপে পৌঁছে যাওয়া কষ্টসাধ্য ব্যাপার নয়। কিন্তু তার জনপ্রিয় হওয়াটা চাপের ব্যাপার। অর্থ-বিপর্যয় সেই চাপটাকে লঘু করে দিয়েছে। সব মিলিয়ে তা হলে অর্থ কী দাঁড়াল? বাংলায় যা দাঁড়াচ্ছে ‘‘এসো, একটি সেলফি তুলি’’, সেটি রোমানিয়ায় দাঁড়াচ্ছে, ‘‘এস পুরুষাঙ্গের একটি...’’। এর পরেও গান জনপ্রিয় হবে না?  গানটির ভিডিও দেখতে ক্লিক করুন