English Version
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৬ ১০:৩৭

বিচ্ছেদের পথে সোহা-কুণাল?

অনলাইন ডেস্ক
বিচ্ছেদের পথে সোহা-কুণাল?
সোহা-কুনাল ফাইল ফটো

বলিউডে একদিকে যেমন বাজছে বিয়ের শানাই অপরদিকে লম্বা হচ্ছে ডিভোর্সের তালিকা। ধারনা করা হচ্ছে আরও একটা নাম যোগ হবে?

সোহা আলি খান এবং কুণাল খেমুকে কি আলাদা হয়ে যাচ্ছেন? অন্তত তাঁদের বিবাহিত জীবনে যে ভালই সমস্যা চলছে সে একথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন অনেকেই। বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে বিচ্ছেদের এই নয়া গুঞ্জন। কিন্তু কী নিয়ে সমস্যা হল এই দম্পতির?

জানা গিয়েছে, কুণাল সন্তান চান। শ্বশুরবাড়ির দিক থেকে সোহার ওপরেও চাপ রয়েছে। কিন্তু এই মুহূর্তে মা হওয়ার জন্য প্রস্তুত নন সোহা। এই নিয়ে মনোমালিন্যের কারণেই নাকি তাঁদের বিবাহিত জীবনে বেশ সমস্যা চলছে।

এই সমস্যা মেটাতে নাকি এগিয়ে এসেছেন তাঁদের বন্ধুরা। সোহা-কুণাল যাতে আলাদা না হয়ে যান, সেজন্য তাঁদের বোঝাচ্ছেন। তবে ফারহান-অধুনা বা মালাইকা-আরবাজের পথে সোহা-কুণালও হাঁটবেন কি না তা অবশ্য সময়ই বলবে।   

ভারতের পাতৌদি অঞ্চলের নবাব ও ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সাইফ আলী খানে বোন সোহা আলী খান। সোহা বেশ কয়েকটি হিন্দি ও বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন। গত ২০১৫ সালের ২৫ জানুয়ারি বিয়ে করেছেন সোহা-কুনাল।