English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১৩:৪৫

আন্তর্জাতিক ছবিতে রিচা চাড্ডা

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ছবিতে রিচা চাড্ডা

বরাবরই বলিষ্ঠ অভিনয়ের জন্য সমালচকদের নজর কড়েছেন তিনি। পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যায়র্ডও। এবার ডেভিড ওমার্কের ইন্দো-আমেরিকান ছবিতে সাইন করলেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত নায়িকা রিচা চাড্ডা। তবে আন্তর্জাতিক ছবিতে এটাই রিচার প্রথম নয়। এর আগেও মীরা নাইয়ারের ‘ওয়ার্ডস উইথ গড’, দেবী পাঠকের ‘মাসান’-এর মতো আন্তর্জাতিক প্রজেক্টে দেখা গিয়েছিল তাঁকে।

এ বার ‘লাইফ অফ পাই’ –এর প্রযোজক ডেভিড ওমার্কের পরবর্তী ছবি ‘লভ সোনিয়া’  ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে এই বলিউড নায়িকাকে। ছবিটি পরিচালনা করবেন তাবরেজ নুরানি। জানা গিয়েছে এই ছবির বেশ কিছুটা অংশ শুটিং হবে মুম্বইতে। শুটিং হবে লস অ্যাঞ্জেলসেও।

উচ্ছস্বিত রিচা সংবাদমাধ্যমকে জানান, এই স্তরের একটি ছবিতে অংশ নিতে পেরে তিনি খুবই খুশি।