English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ০০:৪৪

চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগের উদ্বোধন প্রিয়াংকাকালচারাল ইনস্টিটিউটে

ষ্টাফ রিপোর্টার
চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগের উদ্বোধন প্রিয়াংকাকালচারাল ইনস্টিটিউটে

সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণের উন্নয়নের প্রত্যয়ে নতুন পদক্ষেপ নিয়েছে প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউট। রাজধানীর মিরপুর বেড়ীবাধ এলাকায় এ ইনস্টিটিউটে গতকাল বিকেলে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগের সার্টিফিকেট কোর্সের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, কন্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, দেবলীনা সুর, নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবসহ আরও অনেক মিডিয়া ব্যক্তিত্ব। মিরপুর-আশুলিয়া বেড়ীবাধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের পূর্ব পাশে ইনস্টিটিউটের ক্যাম্পাস ২০ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এটি। চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রধান হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মোহাম্মদ হোসেন জেমী এবং সংগীত ও শব্দ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সংগীত পরিচালক ইমন সাহা ছাড়াও দেশের বিভিন্ন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এই ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়েছেন। গুনী নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী মানবজমিনকে বলেন, প্রাথমিকভাবে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগ নিয়ে ১ বছরের সার্টিফিকেট কোর্স শুরু হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে  পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কোর্স চালু করা হবে। আশা করি, শিক্ষার্থীরা এখান থেকে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিষয়ক নানা প্রয়োজনীয় বিষয় শিখতে পারবেন। উদ্বোধনী আয়োজনে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন পেশার সংস্কৃতিমনা বিশিষ্টজনেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম ছাড়াও প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউটে দেশি-বিদেশি শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল-অভিনেতা আলিফ ও শান্তা জাহান।