English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১১:৪৮

টিভি নাটকে বর্ষবরণ

অনলাইন ডেস্ক
টিভি নাটকে বর্ষবরণ
শখ ও নিলয়

আজ পয়লা বৈশাখ। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেলে থাকছে নানা অনুষ্ঠান। এর মধ্য থেকে বাছাই কিছু দেওয়া হলো এখানে।

কিছু ভুল কিছু অভিমান নাটকে তাহসান ও তিশা। আরটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। সাদিয়া আফরোজের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

বদলে যাবার গল্প নাটকের দৃশ্য। গাজী টিভিতে আজ রাত ১১টায় প্রচারিত হবে নাটকটি। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে অভিনয় করেছেন তানজিম ইমরান, ইফফাত তৃষা, সুমন পাটোয়ারী ও সৈকত প্রামাণিক।

এবং ভোরের গল্প নাটকে শখ ও নিলয়। বাংলাভিশনে আজ রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন শামীমা শাম্মী।