English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১০:৫২

নিঃশর্ত ভালোবাসাই পছন্দ ঐশ্বরিয়া অভিষেকের

অনলাইন ডেস্ক
নিঃশর্ত ভালোবাসাই পছন্দ ঐশ্বরিয়া অভিষেকের
ঐশ্বরিয়া অভিষেক

আগামী সপ্তাহেই নবম বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া ও অভিষক বচ্চন। আগেই ঐশ্বর্যের নিঃশর্ত ভালোবাসার কথা সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অভিষেক বচ্চন। বিশেষ এই দিনটি নিয়ে আগে থেকেই অনেক প্ল্যান রয়েছে এই তারকা দম্পতির ভাণ্ডারে।

টুইটারে এক ভক্ত অভিষেকের কাছে জানতে চেয়েছিলেন, ঐশ্বর্যার কোন জিনিসটি তার সব থেকে বেশি পছন্দের? এর উত্তরে ছোট বচ্চন জানিয়েছেন, ‘ঐশ্বর্যা কোনো শর্ত না রেখেই ভালোবাসে। সেটাই আমার সবচেয়ে পছন্দের।’

কিন্তু অ্যানিভার্সারি সেলিব্রেশনের প্ল্যান কী? না! এ ব্যাপারে মুখে কুলুপ তার। তবে গ্র্যান্ড পার্টি যে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তা দেশে নাকি বিদেশে? এর উত্তর জানা যায়নি।