English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ২০:২১

নারীদের তৃপ্তি বিকৃত পর্নোগ্রাফি

অনলাইন ডেস্ক
নারীদের তৃপ্তি বিকৃত পর্নোগ্রাফি

পর্নোগ্রাফি দেখার সময় স্বাভাবিক যৌনতাই পছন্দ করেন অধিকাংশ পুরুষ। অন্যদিকে নারীরা বিকৃত যৌন মিলনের ভিডিও দেখে উত্তেজনার শিখরে পৌঁছন। সম্প্রতি এমনই তথ্য মিলেছে এক সমীক্ষায়।

নারী-পুরুষের যৌন তৃপ্তিতে মিল নেই। দুই ভিন্ন মেরুর মানসিকতার প্রকাশ করে প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইট। ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখার অভ্যাস পর্যালোচনা করে দুই লিঙ্গের যৌন আকাঙ্খা ও তৃপ্তির হিসেব বোঝার চেষ্টা করেন বিশেষজ্ঞরা।

সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ নারীরা সোজা-সাপ্টা যৌনতা দেখতে পছন্দ একেবারেই করে না। তারা অনেক বেশি তৃপ্তি লাভ করেন বিকৃত পর্নোগ্রাফি। সাধারণ নারী-পুরুষের যৌন মিলনের দৃশ্য খুব কম সংখ্যক নারীকেই উত্তেজিত করে।

অন্য দিকে, পুরুষরা আবার একাধিক যৌন সঙ্গীর সঙ্গে মিলনের দৃশ্য দেখতে ভালোবাসেন। এক নারী ও দুই পুরুষ অথবা দুই নারী সঙ্গীর সঙ্গে একযোগে রতিসুখ উপভোগের দৃশ্য তাদের পছন্দের তালিকার শীর্ষে।

এছাড়া কিশোরী আর মধ্যবয়সীনিদের সঙ্গে যৌন মিলনের ভিডিও দেখে উত্তেজিত হন অধিকাংশ পুরুষ।

সমীক্ষা রিপোর্ট অনুসারে, গত কয়েক মাসে সমকামী যৌনতার ভিডিও দেখার হার ১৩২ শতাংশ বেড়েছে। পর্নোগ্রাফি সাইটের পুরুষ ইউজারদের মধ্যে সবচেয়ে বেশি কদর কিম কার্দাশিয়ার। পাশাপাশি, নারীর পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন মাইলি সাইরাস।