English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১২:২৯

মডেল-অভিনেতা হোসেন ইমাম আর নেই

অনলাইন ডেস্ক
মডেল-অভিনেতা হোসেন ইমাম আর নেই

গীতিকার, অভিনেতা ও মডেল ইমাম লি (হোসেন ইমাম) আর নেই (ইন্নালিল্লাহ…রাজিউন)। ১২ এপ্রিল কোরিয়ায় স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে তিনি ইন্তিকাল করেন। কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

হোসেন ইমাম মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ ছবিতে অনবদ্য অভিনয় করে প্রসংসিত হন তিনি। এর আগে-পরে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে। এর মধ্যে কিবরিয়া ফারুকীর করা মুসক (ভ্যাট), জিপিএস ইস্পাত কোম্পানির জ্ঞাপনচিত্র, বাংলালিংকের ডিজিটাল ঘটক, বাংলালিংক বস প্রভৃতি বিজ্ঞাপনচিত্রে কাজ করে তিনি জনপ্রিয়তা পান।

ব্যক্তিগত জীবনে হোসেন ইমাম ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা।

১৯৯২ সালে এলআরবির অ্যালবামে ইমাম লির লেখা গান প্রকাশ হয়। ৯০ দশকে তার লেখা বিভিন্ন গান আলোচিত হয়। এর মধ্যে ওয়ারফেইজের ‘ভোরের ট্রেন’, ‘চাঁদনী রাতে’, চট্টগ্রামের শিল্পীদের গাওয়া ‘প্রেমা’ অন্যতম। চট্টগ্রামের স্পার্ক ব্যান্ডের অন্যতম জনপ্রিয় গান ‘সাগরের সৈকতে সেই দিন তুমি’ ইমামের লেখা। ‘একটি ছেলে দুঃখ পেলো’, মনসুর হাসানের সেলফ টাইটেল অ্যালবামের ‘নীল কাগজে লেখা’, ওসেন ব্যান্ডের ‘একা একা’ গানগুলোও তারই সৃষ্টি।