English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ০১:৪৯

আবারও দিলরুবা খান ও ডিজে রাহাত

ষ্টাফ রিপোর্টার
আবারও দিলরুবা খান ও ডিজে রাহাত

কিছুদিন আগে জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খানের গাওয়া ‘পাগল মন’ শিরোনামের গানটি নতুন করে সংগীতায়োজন করেন ডিজে রাহাত। গানটি শ্রোতাপ্রিয় হবার পর এবার আবারও দিলরুবা খান তার কন্ঠে আরেকটি জনপ্রিয় গান ‘ভ্রমর কইয়ো গিয়া’ নতুন করে গেয়েছেন। আর এর সঙ্গীতায়োজন করেছেন ডিজে রাহাত। সম্প্রতি মগবাজারের জি-২ নামের একটি স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, এ গানটি দিলরুবা আপা আগের মতই সুন্দর করে গেয়েছেন। আর আগের সময়ের গানগুলোতে প্রাণ ছিল। আর গানগুলোও দারুন জনপ্রিয় ছিল। তাই এ প্রজন্মের অনেকে এ গানগুলো শুনতে চাই। তাদের জন্য এবারের এ গানটি উপহার দিচ্ছি আমরা। আগামী সপ্তাহের মধ্যে এ গানটি প্রকাশ হবে। এ বিষয়ে দিলরুবা খান বলেন, আমার বিশ্বাস এ গানটি আবারো শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে যাবে। আমি আমার মত করে গেয়েছি এবং সেটা আরো সুন্দর করে সংগীতায়োজন করেছেন রাহাত।