English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৯:৫১

এবার বিয়ের ফুল ফুটলো এষার

অনলাইন ডেস্ক
এবার বিয়ের ফুল ফুটলো এষার

বসন্ত থাকুক আর নাই থাকুক বলিউড নায়িকাদের বিয়ের ফুল ফুটছেই। প্রীতি জিন্টা, বিপাশা বসুদের পর এবার বিয়ের ফুল ফুটতে চলেছে এষা গুপ্তার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এনগেজমেন্টের ঘোষণা করেন জান্নাত টু-অভিনেত্রী এষা।

এব্যাপারে এষা লেখেন, ''ও আমায় জিজ্ঞাসা করল, আর আমি হ্যাঁ বলে দিলাম'' ("He asked and I said yes (sic)."।তবে কে তাঁর হবু বর সে কথা জানাননি এষা।  

এর আগে এক সাক্ষাত্‍কারে এষা বলেছিলেন, ''আমি আমার ব্যক্তিগত জীবনকে মিডিয়ার খাদ্য করে তুলতে রাজি নই। আমি জানি বলিউডে পা রাখা মানেই মিডিয়া আমার ব্যক্তিগত জীবনকে সামনে আনতে চাইবে। অনেক মিথ্যা কথা রটানো হবে আমার সম্পর্কে কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে এসব আগেই বলে রেখেছি।'' এষার ঘনিষ্ঠমহল জানিয়েছে, তিনি দীর্ঘদিন থেকেই প্রেম করছেন।