English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৬ ২০:০৯

মা হতে যাচ্ছেন মীরা

অনলাইন ডেস্ক
মা হতে যাচ্ছেন মীরা

মীরা রাজপুত ও শাহিদ কপূরের সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে এই নিয়ে জল্পনার শেষ নেই। এরই মধ্যে সামনে এল একটি তথ্য যাতে সব জল্পনার অবসান হয়। সেটা হচ্ছে মা হতে যাচ্ছেন মীরা।

বলিউড মহলে ফিসফাস অনেক দিন থেকেই যে মীরা রাজপুত কি অন্তঃসত্ত্বা। এতদিন এই নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন দম্পতি। 

শেষ পর্যন্ত নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন মীরা যে সত্যিই মা হতে চলেছেন তিনি। প্রায় ৫ মাসের গর্ভাবস্থা এখন তাঁর। অর্থাৎ আর ৫ মাসের মধ্যেই বাবা হচ্ছেন শাহিদ কপূর। ল্যাকমে ফ্যাশন উইকে কয়েক দিন আগেই গিয়েছিলেন মীরা বান্ধবী মাসাবা গুপ্তা-র শো দেখতে। 

সেলফি তুলে দু’জনের ছবি পোস্ট করে মাসাবা লেখেন এক ‘লিটল এম’-এর কথা। এই ‘লিটল এম’ কার হবু সন্তান? মাসাবা-র না মীরা-র সেই নিয়ে সংবাদমাধ্যমে বেশ তোলপাড় চলছিল। অবশেষে জল্পনার অবসান। মীরাই হতে চলেছেন মা। এমনটাই দাবি মুম্বইয়ের একটি ট্যাবলয়েডের।