English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ১৭:১৭

করিশমা-সঞ্জয় ডিভোর্স পর্ব অবশেষে সমাপ্ত

অনলাইন ডেস্ক
করিশমা-সঞ্জয় ডিভোর্স পর্ব অবশেষে সমাপ্ত
করিশমা-সঞ্জয়

সম্পর্কের ভাঙনের পর দীর্ঘ কয়েক বছরের মামলা। অবশেষ শেষ হলো সেই মামলা পর্ব। বলছি বলিউডের করিশমা-সঞ্জয় কাপুরের ডিভোর্সের কথা। অনেকে এখন বলা বলি করছেন বলিউডে এখন ডিভোর্স সিজন চলছে। এদিক ওদিক কান পাতলেই শোনা যাচ্ছে সম্পর্কের ভাঙনের শব্দ। সব থেকে বড় বোমাটা ফাটিয়েছিলেন হৃতিক-সুজান, তারপর সেই একই পথে হাঁটলেন মালাইকা-আরবাজ, ফারহান-অধুনা, আরও অনেকে। এবার বলিউডের এই ডিভোর্স সিজনে অবশেষে যবনিকা পাত হতে চলেছে করিশমা-সঞ্জয় কাপুরের সম্পর্কে।

দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে করিশমা-সঞ্জয়ের ডিভোর্সের মোকদ্দমা। নানা কারণে এ সম্পর্ক শেষ হয়েও হত না শেষ। এবার সত্যিই শেষ হল করিশমা কাপুর আর সঞ্জয কাপুরের বিবাহিত জীবন। সুপ্রিম কোর্টের সামনে দু'জনে বিচ্ছেদের একটি চুক্তিপত্রে সই করেন। এই চুক্তিপত্র অনুযায়ী বাচ্চারা থাকবেন করিশমা কাপুরের কাছে। সঞ্জয় কাপুর শুধু তাঁদের সঙ্গে দেখা করতে পারবেন। সামাইরা ও কিরণ রাজ নামে দুই সন্তান রয়েছে করিশমা ও সঞ্জয়ের।