English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ২০:৫২

লন্ডনে আটক অক্ষয়

নিজস্ব প্রতিবেদক
লন্ডনে আটক অক্ষয়

বৈধ ভিসা না থাকায় লন্ডনে হিথ্রো বিমানবন্দরে দেড় ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। ‘রুস্তম’-এর শুটিংয়ে গত বুধবার ১৫ দিনের সফরে লন্ডনে পৌছানোর পর এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, তাঁর কাছে নাকি বৈধ ভিসা ছিল না। তাই তাঁর ভিসার বৈধতা যাচাই করতে বা তাঁর লন্ডনে আসার কারণ সম্পর্কে নিশ্চিত হতে বুধবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে পৌনে ৯টা পর্যন্ত আটকে রাখা হয়।

একটি মিডিয়া রিপোর্টের দাবি, এই দীর্ঘ সময় অক্ষয়কে বিমানবন্দরের জেনারেল হোল্ডিং এরিয়ায় বসিয়ে রাখা হয়।

সূত্রের আরও দাবি, অক্ষয়ের অনুরোধ সত্ত্বেও তাঁকে বিমানবন্দরের কোন সংরক্ষিত স্থানে বসার ব্যবস্থা করে দেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে তাঁর লন্ডনে আসার কারণ সম্পর্কে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

যদিও এই পুরো ব্যপারটাকেই মিথ্যা বলেই উড়িয়ে দিয়েছেন অক্ষয়। আপাতত তিনি ব্যস্ত ‘রুস্তম’-এর শুটিংয়ে। খবর- আনন্দবাজার