English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১৯:১৭

নতুন গানে আরো খোলামেলা সানি (ভিডিও)

অনলাইন ডেস্ক
নতুন গানে আরো খোলামেলা সানি (ভিডিও)

রূপালী পর্দায় পা রেখে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন বলিউড সেনসেশন সানি লিওন। তার পরবর্তী সিনেমা ওয়ান নাইট স্ট্যান্ড। কিছু দিন আগে প্রকাশ পেয়েছিল এ সিনেমার ‘দো পেগ মার’ শিরোনামের একটি গান। এবার প্রকাশ পেয়েছে ‘ইজাজাত’ শিরোনামের আরো একটি গান। গানগুলোর রোমান্টিক দৃশ্য ইতিমধ্যে সানি ভক্তদের হৃদয় কেড়েছে।

‘দো পেগ মার’ গানটি পার্টি সং হলেও ‘ইজাজাত’ গানটি রোমান্টিক ঘরানার। গানটিতে তানুজ ভিরওয়ানির সঙ্গে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে সানিকে। ইউটিউবে গানটি প্রকাশের পর এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ বার দেখা হয়েছে গানটি।  

‘ইজাজাত’ গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং কথা লিখেছেন সাব্বির আহমেদ। গানটি কম্পোজ করেছেন মীত ব্রোজ।  

ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভবানি আয়ার এবং পরিচালনা করছেন জেসমিন ডিসুজা। আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। গানটি দেখতে ক্লিক করুন এখানে।