English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১১:১৪

ই বৈশাখকে বরণ করে নিতে বাঙালি নর নারীর পরিও কাচের রেশমি চুড়ি

নিজস্ব প্রতিবেদক
ই বৈশাখকে বরণ করে নিতে বাঙালি নর নারীর পরিও কাচের রেশমি চুড়ি

আসছে বৈশাখ। আর এই বৈশাখকে বরণ করে নিতে বাঙালি নর নারীর প্রস্তুতির যেন কমতি নেই। বৈশাখ বরণের বড় একটি অংশ হয়ে দাঁড়িয়েছে নতুন জামা কাপড়। মেয়েরা বৈশাখের পোশাক হিসেবে শাড়িকেই গুরুত্ব দেন। বিশেষ করে টাঙ্গাইলের সুতির শাড়ি। কিন্তু শুধু শাড়ি কিনলেই কি হবে? এর সঙ্গে তো আরো অনুষঙ্গ রয়েছে। বৈশাখী সাজের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ কাচের রেশমি চুড়ি, কানের দুল। রিনিঝিনি শব্দে এক আলাদা আবহ তৈরি করে কাচের চুড়ি।

চলে যেতে পারেন, টিএসসির মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের পাশে, সোহরাওয়ার্দী উদ্যান এবং ছবির হাট ও চারুকলার সামনে কাঠ, মাটির গয়না আর কাচের চুড়ির সম্ভারও কম নয়। এছাড়া দোয়েল চত্বর, আজিজ সুপার মার্কেট, আড়ং, কলাবাগানসহ ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজের পাশে গড়ে উঠেছে চুড়ি, দুল, গলার মালার এক বড় বাজার।

 

ধানমন্ডি ২৭ নম্বরের জেনেটিক প্লাজার সামনে তো বৈশাখী চুড়ির মেলাই বসে গেছে। রেশমি চুড়ির পাশাপাশি অন্যান্য দেশীয় সাধারণ মানের কাচের, কাপড়ের ও অন্যান্য চুড়িও জায়গা করে নিয়েছে এখানে, যাতে ব্যবহার হয় বিভিন্ন রঙের চুমকি, গ্লিটার। সালোয়ার-কামিজ ও শাড়ির সাথে পরতে পারেন হাতে চুড়ি। বাঙালির প্রাণের উত্সবে চুড়ির মতো নিখাদ বাঙালি ফ্যাশন অনুষঙ্গ বৈশাখের সাজকে সত্যিই এনে দেয় পূর্ণতা। এছাড়া বৈশাখে সাজে পূর্ণতা দিতে পারে কপালের লাল টিপ, লোকজ নকশা টিপ। মুখে এঁকে নিতে পারেন লোকজ নকশা, যাতে পরিপূর্ণতা পাবে আপনার বৈশাখী সাজ।

মনে রাখবেন এসব দোকানে পহেলা বৈশাখের গয়নার চাহিদা অন্য সময়ের চেয়ে অনেক বেশি। দামও একটু বেশি চাইতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হবে দরদাম করা। এক জোড়া কানের দুল ৫০-৮০ টাকা, মালা ৮০-১৫০ টাকা, চুড়ি ২০-২০০ টাকার মধ্যে পেতে পারেন।