English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১১:০৫

পানামা পেপার্স কেলেঙ্কারি : মুখ খুললেন অমিতাভ

নিজস্ব প্রতিবেদক
পানামা পেপার্স কেলেঙ্কারি : মুখ খুললেন অমিতাভ
পানামা পেপার্স কেলেঙ্কারি : মুখ খুললেন অমিতাভ

‘পানামা পেপার্স’ কেলেঙ্কারির বিষয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, তার নামের অপব্যবহার করা হয়েছে। বিবৃতিতে অমিতাভ বলেন, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা পানামা পেপার্সের বরাত দিয়ে সি বাল্ক শিপিং কোম্পানি লিমিটেড, লেডি শিপিং লিমিটেড, ট্রেজার শিপিং লিমিটেড এবং ট্রাম্প শিপিং লিমিটেডের পরিচালক হিসেবে আমার নাম উল্লেখ করেছে। আমি কখনোই ওই কোম্পানিগুলোর পরিচালক ছিলাম না। হতে পারে আমার নামটি ভুলভাবে এসেছে।’ অমিতাভ বলেন, ‘দেশে-বিদেশে যে অর্থ আমি খরচ করেছি তার সব করই পরিশোধ করেছি। কর দিয়েই আইনগতভাবে দেশের বাইরে অর্থ প্রেরণ করেছি।’ অমিতাভের পুত্রবধূ বলিউড অভিনেত্রীর ঐশ্বরিয়া রাইয়ের নামও ‘পানামা পেপার্স’এ আছে। 

তবে সোমবার ঐশ্বরিয়ার মিডিয়া পরামর্শক তা অস্বীকার করে বলেন, ওই নথিগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটি ১৫ লাখ নথি ফাঁস হয় গত সোমবার। ফাঁস হওয়া এসব নথিতে বিশ্বের শতাধিক ক্ষমতাধর মানুষ বা তাদের নিকটাত্মীয়দের বিদেশে টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। তালিকায় দেখা গেছে যে চীন, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান বা তাদের আত্মীয় এসব অর্থ পাচারের সঙ্গে জড়িত।

 

সূত্র : এনডিটিভি