English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ০০:৫৪

মানহানির মামলায় জামিন পেলেন ঈশানা

অনলাইন ডেস্ক
মানহানির মামলায় জামিন পেলেন ঈশানা
মৌনিতা খান ঈশানা

মানহানির মামলায় জামিন পেলেন মডেল ও অভিনেত্রী মৌনিতা খান ঈশানা।  গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ঈশানা। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার বাদি প্রযোজক ও অভিনেতা মারুফ খান প্রেমের অভিযোগ সূত্রে জানা যায়,  গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শ্যুটিং স্পটে তার অনুপস্থিতে ঈশানা তাকে গালাগালি করেন, তার নিজস্ব ফেসবুক পাতায় একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন। সেই পোস্টে ঈশানার বন্ধুরা লাইক দিয়ে নানাবিধ বাজে কমেন্টস করেন। যাতে তার  সুনাম হানি, সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে।   গত ২২ মার্চ ঈশানার বিরুদ্বে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে বিচারক আগামী ২৭ জুন গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন।

এরপর মারুফ খান গত ৩ ফেব্রুয়ারি ঈশানার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিন আদালত মামলাটি আমলে নিয়ে ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ওইদিন ঈশানা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত ।

উল্লেখ্য, ঈশানা ২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ বিজয়ী। বর্তমানে তিনি মডেলিংয়ের পাশাপাশি ও অভিনেত্রী করছেন।