English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ০০:১০

প্রত্যুষা মৃত্যুরহস্য ফাঁস!

অনলাইন ডেস্ক
প্রত্যুষা মৃত্যুরহস্য ফাঁস!
প্রত্যুষা ব্যানার্জি

“বালিকা বধূ” প্রত্যুষা ব্যানার্জি কী কারণে আত্মহত্যার করতে পারেন? তার পেছনে কে থাকতে পারে? “আনন্দী”র সেই মৃত্যুরহস্য ফাঁস করল পুলিশ। অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জিকে আত্মহত্যায় সাহায্য করেছে তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিং। আজ সাফ জানিয়ে দিল পুলিশ।

এপ্রিল ফুলের দিন সবাইকে ‘বোকা’ বানিয়ে চলে যান প্রত্যুষা। বয়ফ্রেন্ড রাহুল রাজের সঙ্গে খুব শিগগিরই তাঁর বিয়ের কথা থাকলেও, ঘনিষ্ঠ বান্ধবী কাম্য অভিযোগ করেন যে ইদানিং প্রত্যুষাকে ঠকাচ্ছিলেন রাহুল । সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল।

এরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে আটক করে। জেরা চলাকালীন অসুস্থ বোধ করায় রোববার রাহুলকে হাসপাতালেও স্থানান্তরিত করা হয়। প্রত্যুষার মৃত্যুর পিছনে তাঁর কোনও হাত নেই বলে বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন রাহুল। 

পুলিশ অবশ্য আজ রাহুলকে অভিযুক্ত করলেও জানিয়েছে যে প্রত্যুষার আরও ১০ জন সহকর্মীর সঙ্গে তারা কথা বলবে ।